মতিউর রহমান, ক্রাইম রিপোর্টর, আমার সকাল ২৪
সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটায় আজ বুধবার থেকে ইজারাদারকে টোল দিয়ে বালু উত্তোলন শুরু করা যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় যাদুকাটার পাড়ের লাউড়েরগড়ে ইজারাদারপক্ষ বৈঠক করে। তারা জানিয়েছেন, যাদুকাটা—২ এর প্রায় ৭২ কোটি টাকার রাজস্ব জমা দেওয়া হয়েছে, আর কয়েক দিনের মধ্যে যাদুকাটা—১ এর ইজারাও জমা দেওয়া হবে।
তবে এই বিষয়ে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। রিটকারী খুরশেদ আলম জানান, এখানে আদালতের মৌখিক নিষেধাজ্ঞা বহাল আছে।
এর আগে ১৯ আগস্ট হাইকোর্ট রায়ে বোমা মেশিন, সেইভ মেশিনসহ পরিবেশ বিধ্বংসী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে শুধুমাত্র সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের নির্দেশনা দেন। আদালত আরও বলেন, পরিবেশ ও স্থানীয় মানুষের ক্ষতি হবে না তা নিশ্চিত করেই ইজারা প্রদান করতে হবে।
স্থানীয়রা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ইজারাদার যন্ত্র দানব ব্যবহার করে যাদুকাটার দুই পাড় ক্ষতবিক্ষত করেছে, গ্রাম নদীতে বিলীন হয়েছে এবং প্রশাসনের যোগসাজশে শত শত কোটি টাকার অবৈধ বাণিজ্য হয়েছে। সর্বশেষ গেল ২২ ফেব্রুয়ারি যাদুকাটা—১ ও যাদুকাটা—২ মিলে ১০০ কোটি আট লাখ টাকায় ইজারা হয়েছিল।
যাদুকাটা—১ এর ইজারাদার নাছির মিয়া জানান, যৌথভাবে তারা দুই মহালের ইজারা নিয়েছেন এবং কাল থেকেই সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন ও টোল আদায় শুরু হবে। এদিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াও যাদুকাটা মহাল খোলার বিষয়টি নিশ্চিত করেছেন।