ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ (মাধবপুর প্রতিনিধি):
রবিবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ৫ কেজী গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির আই সি নূর মোহাম্মদের দিকনির্দেশনায়, এস আই সোহেল এর নেতৃত্বে, এ এস আই সাইফুল ও এ এস আই নজরুল সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলা ২ নং চৌমহনী ইউনিয়নের কালিকাপুর মিস্ত্রি বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ ৫ কেজী গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটককৃতরা হলেন, মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মঙ্গল সরকারের ছেলে মধু সরকার (৩০) এবং নওগাঁ জেলার আতরাই থানার জাম গ্রামের লিয়াকত আলীর ছেলে পলাশ আলী (২৮)।
পুলিশ তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।