
জাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীনের ভোলাহাট সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) ভোররাতে আনুমানিক ৪টার দিকে বিজিবি অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে ৮ পুরুষ, ১২ নারী, ৫ শিশু এবং ২ তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছে। তাদের কোনো পাসপোর্ট ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত অতিক্রমের বিষয়টি স্বীকার করেছে।
মাহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য জিডির মাধ্যমে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।