
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা তিনটি মামলার রায়ে ‘সাবেক প্রধানমন্ত্রী হাসিনা’কে মোট ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত–৫। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
অভিযোগ অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করা হয়েছে বলে দুদক এসব মামলা করেছিল। তিনটি মামলার প্রতিটিতে সাত বছর করে মোট ২১ বছরের দণ্ড ঘোষণা করা হয়।
একই মামলায় ‘হাসিনার’ ছেলে জয় এবং মেয়ে পুতুলের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত মতামত দেন এবং প্রত্যেককে পাঁচ বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘হাসিনা’র বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিল—এটিও একটি বহুল আলোচিত ইস্যু হয়ে ওঠে।
রায় ঘোষণার সময় ‘তিনজনই পলাতক’ ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ‘হাসিনা’ বর্তমানে ভারতে নির্বাসনে অবস্থান করছেন।