
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
হবিগঞ্জ:
আজ শনিবার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৪০ মিনিটে হবিগঞ্জ ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে অভিনব কায়দায় গোপনে পরিবহনকৃত বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, একটি ট্রাকে পুরাতন কার্টুনের নিচে লুকিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বড় এই চালানটি আটক করা হয়।