
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
স্টাফ রিপোর্টার মোঃ আরিফ হোসেন
দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো— নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন—
বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান → নোয়াখালী
কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন → হবিগঞ্জ
ভোলার ডিসি মো. আজাদ জাহান → গাজীপুর
বরগুনার ডিসি মো. শফিউল আলম → ঢাকা
সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম → গাইবান্ধা
খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান → বগুড়া
এছাড়া নতুনভাবে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—
সন্দ্বীপ কুমার সিংহ → বরগুনা
মো. আমিনুল ইসলাম → সিরাজগঞ্জ
মো. আব্দুল্লাহ আল মাহমুদ → মাগুরা
আবু সাঈদ → পিরোজপুর
মিজ আফরোজা আখতার → সাতক্ষীরা
গোলাম মো. বাতেন → বাগেরহাট
স. ম. জামশেদ খোন্দকার → খুলনা
মো. ইকবাল হোসেন → কুষ্টিয়াড
শামীম রহমান → ভোলা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, তাৎক্ষণিকভাবে এ পদায়ন কার্যকর হবে।