*‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা শেষ হয়েছে।*
বুধবার (১৩ মার্চ) রাতে জেলা পুলিশ লাইন্সে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১ নারী এবং ৬০ জন পুরুষ কনস্টেবল প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, মোট ৭১ টি পদের বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৭৩৮ জন আবেদন করেছেন। আবেদন যাচাই-বাছাই শেষে ১২৩৮ জন প্রার্থীকে শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরে তাদের থেকে ৪৬৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪৬১ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এখানে ২৮৯ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে এদের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ৭১ জন নারী ও পুরুষ কনস্টেবল প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন, ফ্রি টাকা ইনকামের ৫টি সহজ উপায়
বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস্ এর ড্রিলশেডে নতুন চাকরি পাওয়ায় কনস্টেবল প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ফলাফল ঘোষণাকালে চাকরি পাওয়া প্রার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে চাকরি পাওয়া ৬০ জন পুরুষ ও ১১ জন নারী কনস্টেবল সসদ্যকে ফুল দিয়ে বরণ করেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার।
নতুন কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, মাত্র ১২০ টাকা চালানের আবেদন খরচের বিনিময়ে তারা এ চাকরি পেয়েছেন। সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে ৭১ জনকে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ২০ জনকে মুক্তিযোদ্ধা কোটায়, পোষ্য কোটায় ৬ জন, সাধারণ নারী কোটায় ৯ জন, আনসার ও ভিডিপি কোটায় ১ জন ও সাধারণ পুরুষ কোটায় ৩৫ জন রয়েছেন। অপেক্ষমান তালিকায় আরও ৩ জনকে রাখা হয়েছে।
আরও পড়ুন, লাইসেন্স ছাড়া পাইকারি ব্যবসা করা যাবে না
তিনি বলেন, ‘যোগ্যতা ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে এখানে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তারা আজ থেকে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হয়েছেন। তারা প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করে যাবেন।’