
মোঃ সোলায়মান গনি, স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম
কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আজ ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শহর ও গ্রামাঞ্চলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
বিশেষত নদীঘেঁষা চরাঞ্চলের মানুষ শীতের তীব্র প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। খোলা মাঠ ও নদীর পাড়ে কাঁচা ঘরে বসবাসকারীরা কম্বল ও শীতবস্ত্রের অভাবে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেক পরিবার খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।
শীতের কারণে দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা কাজে যেতে পারছেন না, ফলে নিম্নআয়ের পরিবারগুলো অর্থনৈতিক সংকটে পড়েছেন। স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা শিশু ও বৃদ্ধদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যান চলাচলও ধীর হয়ে গেছে। কুড়িগ্রাম-রংপুর আঞ্চলিক সড়কগুলোতে ভোরের দিকে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। স্থানীয়রা বলেছেন, জেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত চরাঞ্চল ও দুর্গম এলাকায় কম্বল ও ত্রাণ সহায়তা বাড়ানোর দাবি তুলেছেন।