স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ।
নেছারাবাদের মৈশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চরম শিক্ষা বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছরে বিদ্যালয়টি থেকে ছয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র একজন। শিক্ষকরা দাবি করেছেন, ছয় পরীক্ষার্থীর মধ্যে চারজনই বিবাহিত হওয়ায় পড়াশোনায় মনোযোগ দিতে না পারায় ফলাফল এমন হয়েছে।
বিদ্যালয়টিতে মাত্র ২০ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক রয়েছেন। তবুও শিক্ষার মান দিন দিন নিম্নমুখী। দীর্ঘ আট বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতি, সহকারি শিক্ষক ও স্টাফদের স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক কোন্দল সব মিলিয়ে পাঠদানের পরিবেশ ভেঙে পড়েছে। ফলে অভিভাবক ও শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদ্যালয় থেকে।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘‘বিদ্যালয়ে কীভাবে এমন ফল বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখা হবে। শিগগিরই শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তদারকির অভাবেই এমন বেহাল দশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে স্কুলটির সমস্যা সমাধান না হলে পুরো এলাকা শিক্ষাবিমুখ হয়ে পড়বে।