কিশোরগঞ্জ-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী, কিশোরগঞ্জ সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা কারী শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মিছবাহ উল হক, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ শাজাহান এবং দপ্তর সম্পাদক মাওলানা আজিজুল হক। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী বলেন, “হাজীপুর বাজার হোসেনপুরের রাজনীতির কেন্দ্র। আমরা প্রতিটি দোকানে লিফলেট বিতরণ করেছি, মানুষ তা গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতি হোক বা প্রচলিত নিয়ম, আমরা মামুনুল হকের নেতৃত্বে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করব। ইনশাআল্লাহ হোসেনপুরের সকল ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাব।”