
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের পক্ষে আলোচনা সভা, মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুর অডিটোরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সভা শেষে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পুরো শহরজুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। পরে বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার প্রার্থীতার ঘোষণা দেওয়ার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে এমন জনসমাগম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়দের ভাষ্য, মাজহারুল ইসলামের সক্রিয় ভূমিকা ও তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগ বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।