
টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ মডেল থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোয়াইক্যং এলাকা থেকে প্রায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় মাদক বহনের অভিযোগে রিয়াজ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কুতুবদিয়া পাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় হোয়াইক্যং এলাকার বিভিন্ন পয়েন্টে ঘিরে রাখা হয়। পরে সন্দেহভাজন রিয়াজ উদ্দিনকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
টেকনাফ মডেল থানার কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৫০,000 পিস। ঘটনাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।