![]()
স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর আজ (রবিবার) তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
এর আগে রিয়া মনির মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। জামিনে থাকলেও তিনি শর্ত ভঙ্গ করায় নতুন করে এ পরোয়ানা জারি হয়।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ সংক্রান্ত আদেশ দেন।
মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, “হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলম জামিনে ছিলেন। কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানেননি। তাই তার জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।”
২৩ জুন দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়—
দাম্পত্য কলহের জেরে স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে সমঝোতার কথা বলে তাকে হাতিরঝিল থানার নিকটস্থ একটি বাসায় ডেকে নেন। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনির ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয় এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।