মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী দশমিনায় হিন্দু পরিবারের দোকানে হামলা, লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গত ৪ই আগস্ট রোজ মঙ্গলবার সন্ধায় উপজেলার বহরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার রনজিত চন্দ্র শীল পিতা ললিত চন্দ্র শীল ঐ এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ভুক্তভোগী রনজিত চন্দ্র শীল বলেন,
হঠাৎ করে খবর পাই ২০ থেকে ৩০ জন লোক আমার দোকান লুটপাট ও ভাংচুর করতে আসতেছে।
খবর পেয়ে সপরিবারে দোকান থেকে বের হয়ে রাস্তার উপর উঠে দাড়াই, দেখি রামদা ও লাটিসোটা নিয়ে তেড়িয়ে আসতেছে তখন
কোন উপায় নাপেয়ে সপরিবারে পাশে থাকা আখ খেতে গিয়ে পালাই। তারা এসে আমার একমাত্র রোজগারের মাধ্যম দোকান ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন, আমি যুবলীগ করায় স্থানীয় শিবির ও ছাত্রদল এ লুটপাট ও ভাংচুর চালায়।
এ বিষয়ে থানায় অভিযোগ করলে বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি দেয়।
ঘনটাস্থলে গিয়ে দেখা যায়, দোকানে কোন মালামাল কিছু নাই ও ভাংচুর লন্ডভন্ড হয়ে রয়েছে । প্রত্যক্ষদর্শীরা বলেন গত মঙ্গলবার সন্ধার দিকে
২০ থেকে ৩০ জন লোক এসে তাহার দোকান লুটপাট ও ভাংচুর করে যায়।
এ বিষয়ে অভিযুক্তর মধ্যে একজন বলেন, আমরা এ ঘটনা ঘটায় নাই এবং আমরা জড়িত না। তবে কে বা কারা যেন তাহার দোকান লুটপাট ও ভাংচুর করে যায় তবে এঘটনা সত্য।