ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগীকে লাথি মারার অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ মহসিন (৬০) দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান।
অভিযোগ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহবুব আলম মিলন রোগীকে ভর্তি না করে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে বলেন। এসময় রোগী ও তার পরিবার প্রাইভেট হাসপাতালে যেতে অস্বীকৃতি জানালে তিনি তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে ক্ষুব্ধ হয়ে রোগীকে লাথি মারলে তার উরুতে গুরুতর জখম হয়। আনসার সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে রোগীকে উদ্ধার করেন।
রোগীর ছেলে শোলক মিয়া এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতালের সহকারী পরিচালক নাসিরুজ্জামান জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
অভিযুক্ত চিকিৎসক ডা. মিলনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।