মোঃ মমিন আলী
স্টাফ রিপোর্টার নওগাঁ জেলা।
নওগাঁর মান্দা উপজেলায় স্বামীকে ওষুধ আনতে পাঠিয়ে হাসপাতালের নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন এক মা। এ ঘটনায় বিপাকে পড়েছেন শিশুটির বাবা এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী বাবার নাম তৌহিদ ইসলাম (২৫)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মান্দার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন তিনি।
তৌহিদ ইসলাম জানান, স্ত্রী সাথী আক্তার তিন মাস ধরে বাবার বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসব বেদনা শুরু হলে তিনি স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যান। বিকেল পাঁচটার দিকে সাথী আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন।
তিনি বলেন, “সন্তান জন্মের পর চিকিৎসকের পরামর্শে আমি ওষুধ আনতে বাজারে যাই। ফিরে এসে দেখি, স্ত্রী ও শাশুড়ি নবজাতক রেখে পালিয়ে গেছেন।” বিষয়টি অমানবিক বলে মন্তব্য করেন তিনি এবং মান্দা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত সাথী আক্তার জানান, স্বামী ও তার পরিবারের সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি সংসার করতে চান না। সন্তান নেওয়ার ইচ্ছা না থাকলেও তা হয়ে গেছে। তাই তিনি সন্তানের দায়িত্বও নিতে রাজি নন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। সাথী আক্তার জানিয়েছেন, তিনি সংসার করবেন না এবং সন্তান লালন-পালনে আগ্রহী নন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”