মোঃ রিয়াজ উদ্দিন
নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধিঃ
জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজস্ব অর্থায়নে জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছেন এক বিএনপি নেতা।
রবিবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় এক হাজার মিটার অংশে সংস্কার কাজ শুরু হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের কয়েক হাজার মানুষ চলাচল করে।
হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী জানান, দীর্ঘদিন ধরে আদর্শ গ্রাম সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের দুর্ভোগের কথা জানার পর নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন বলেন, “সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। স্থানীয়দের অনুরোধে বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজিব নিজ খরচে এটি সংস্কার করছেন। এতে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।”
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। মানুষের ভোগান্তি কমাতে নিজ উদ্যোগে কাজটি হাতে নিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা সবসময় জনগণের পাশে আছি।”