মোঃ রিয়াজ উদ্দিন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাতিয়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে স্থানীয় আবদুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ।
এসময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী প্রধান শিক্ষক শামছল তিব্রিজ, হাতিয়া প্রেস ক্লাব সভাপতি জিএম ইব্রাহীম, উপজেলা জামায়াত সেক্রেটারি নূরউদ্দিন মেশকাত, পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী মো. আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব.) মো. শাহেদ উদ্দিন, ডা. আবদুর রহমান, মাষ্টার মোশাররফ হোসেন, জাকের হোসেন, গিয়াসউদ্দিন, এনসিপি প্রতিনিধি ইউসুফ রেজা, যুব উইং নেতা সাইফুল ইসলাম রাকিব ও মো. আশিক এলাহী প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান না হলে স্বৈরাচারের পতন হতো না, এনসিপিও গঠিত হতো না।”
তারা সমাজের সকল শ্রেণির মানুষকে রাজনৈতিক ভয়ভীতি উপেক্ষা করে এনসিপিকে সমর্থন জানিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।