![]()
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ল্যাম্ব-কমিউনিটি হেলথ্ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) আয়োজিত “কমিউনিটি সেফটি শিল্ড (CS2)” প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ১৩ নভেম্বর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন উৎপল মিনজ্, পরিচালক, সিএইচডিপি, ল্যাম্ব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হাকিমপুর। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শফিউল ইসলাম এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিলাস পৌল তিগ্যা, CS2 প্রকল্পের ব্যবস্থাপক, প্রকল্পের বিষয়ক উপস্থাপনা প্রদান করেন। এছাড়া ডা. শান্তিধানী মিনজ, ল্যাম্ব বোর্ড সদস্য এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, কমিউনিটি ও ধর্মীয় নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।