
বিশেষ প্রতিনিধি : মোঃ আসাদুজ্জামান
ঢাকায় হাইকোর্ট মাজারের কাছে জাতীয় ঈদগাহ মাঠের সামনের ফুটপাত থেকে একটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাইকোর্ট মাজার সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্পের সামনের ফুটপাত থেকে দুটি নীল রঙের ড্রাম উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ড্রাম খুলে দেখা যায়, ভেতরে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ। অন্য ড্রামটিতে পাওয়া যায় চাল।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “ফুটপাথে ফেলে রাখা ড্রাম দুটির প্রতি সন্দেহ হলে তা খোলা হয়। এরপর একটি ড্রামের ভেতর খণ্ডিত মানবদেহ পাওয়া যায়।”
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি আশরাফুল হক, রংপুরের বাসিন্দা। হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে রিয়েল এস্টেট ব্রোকার হিসেবেও কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে।
ঘটনার পর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।