হাইকোর্টের রায়: এমবিবিএস-বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ 'ডাক্তার' লিখতে পারবে না
হাইকোর্ট বলেছেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার করতে পারবেন না। বুধবার (১২ মার্চ) আদালত এ রায় দেন।
হাইকোর্টের রায়ে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া যারা আজ পর্যন্ত নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) থেকে আইন ভঙ্গ করে 'ডাক্তার' পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই রায়ের পর আন্দোলনরত চিকিৎসকরা গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। তবে অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ 'ডাক্তার' লিখতে পারবে না—এমন দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও নানা কর্মসূচি পালন করছেন। তাদের সাথে সংহতি প্রকাশ করে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
এছাড়া, ১৭টি চিকিৎসক সংগঠন নিয়ে ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের’ ব্যানারে এক হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। ইন্টার্ন চিকিৎসকরা প্রতিদিন তিন ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।