হবিগঞ্জ স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ৩০ আহত জন
হবিগঞ্জ প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের জলাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর ও হট্টগোলের ঘটনা ঘটেছে, এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করলেও, দর্শকসারিতে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ার ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।
আহতদের অনেককে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অতিরিক্ত মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃন্দাবন সরকারি কলেজের একজন শিক্ষক জানান, “আমরা সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে চেয়েছিলাম, কিন্তু কিছু অচেনা লোকের উচ্ছৃঙ্খল আচরণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”
