হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের বৈষম্যমূলক আচরণে ক্ষোভ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে বিমাতাসূলভ আচরণের অভিযোগ উঠেছে। সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ না দেওয়া, সংবাদ সংগ্রহে বাধা, ফোনে সংযোগ না পাওয়া ও ক্যামেরার সামনে বক্তব্য না দেওয়ার মতো ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত এই সাংবাদিকদের কেউই রাজনৈতিক মামলার আসামি নন বা অনৈতিক কাজে জড়িত নন। তবুও উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা তাদের সংবাদ কাভারেজে বাধা দিচ্ছেন এবং প্রভাবশালীদের উস্কে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিকরা জানান, সম্প্রতি তারা টিআর-কাবিখা প্রকল্পে অনিয়ম, গাছ কাটা, বালু পাচারসহ নানা দুর্নীতির খবর প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের কিছু কর্মকর্তা বৈরী আচরণ শুরু করেছেন।
মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দীন বলেন, “আমরা সাংবাদিকরা বৈষম্যের শিকার। সরকারের কাছে আমরা এর বিচার ও নিরাপত্তা চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউএনও জাহিদ বিন কাসেম বলেন, “বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।”
এদিকে হবিগঞ্জের সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
হবিগঞ্জের এডিএম মো. আবুল হাশেম ও এডিসি (সার্বিক) মো. মইনুল হক জানান, অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













