ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
“উদিত রবির প্রথম আলো, দূর করুক সকল কালো। বাংলা ১৪৩২ সন আপনার জীবনে বয়ে আনুক কল্যাণ, সুখ ও সমৃদ্ধি।” জেলা পুলিশ, হবিগঞ্জের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে আন্তরিক শুভ নববর্ষের শুভেচ্ছা।
আজ ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। সারা দেশের মতো হবিগঞ্জ জেলাতেও দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করা হয় পহেলা বৈশাখ।
সকাল ৯:০০ টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এটি শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, হবিগঞ্জ, জেলা প্রশাসক, হবিগঞ্জ সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সম্মানিত নাগরিকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীরা।
নতুন বছরকে বরণ করতে মানুষের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।