ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (৩০ আগস্ট ২০২৫) দুপুর সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্যানে প্রায় চারটি বড় সেগুন গাছ কেটে ফেলার দৃশ্য ধারণ করতে যান সাংবাদিকরা। এ সময় বনকর্মকর্তা ও তাদের সহযোগীরা বাধা দিয়ে হামলা চালান। এতে কালবেলা’র সাংবাদিক মুজাহিদ মসি ও ত্রিপুরারী দেবনাথ আহত হন।
সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে কাঠ চুরির ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মচারী এ কাজে জড়িত থাকতে পারেন। তাদের মতে, বিষয়টি সংবাদে আসলে চক্রটির দৌরাত্ম্য কিছুটা কমবে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছে।