
আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কাকাইলছেও ইউনিয়নের কাকাইলছেও গ্রামে উত্তেজনাকর এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত রাসেল মিয়া উপজেলার কুমেদপুর গ্রামের সুজাত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের আল কোরআন সওদাগরের সঙ্গে কুমেদপুর গ্রামের হান্নান মিয়ার দীর্ঘদিনের পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় কাকাইলছেও বাজারে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ বাধে।
এসময় উভয়পক্ষ একে অপরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়।
আগের ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুই পক্ষ আবারও মাঠে নামে। কাকাইলছেও খেলার মাঠ সংলগ্ন এলাকায় সংঘর্ষে অংশ নেয় উভয়পক্ষের শতাধিক ব্যক্তি। লাঠিসোঁটা, ধারালো অস্ত্রের আঘাতে রাসেল মিয়াসহ ৩০ জন আহত হন।
গুরুতর আহত রাসেল মিয়াকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত পাঁচজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে নিহতের পক্ষের লোকজন সেখানে হামলার চেষ্টা করে। এতে একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”