নিজস্ব প্রতিবেদক
বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় দুই পণ্য পেঁয়াজ ও ডিমের দাম।
বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, যা গত শুক্রবার ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে, ডিমের দামও ডজনপ্রতি ১০ টাকা বেড়ে এখন ১৩৫ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানাচ্ছেন, পেঁয়াজের মৌসুম শেষ হওয়া এবং কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দাম বেড়েছে। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা জুবায়ের আলী জানান, কয়েকদিন আগেও প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ৩২০ টাকা পর্যন্ত উঠেছে। পাবনা ও ফরিদপুর অঞ্চলে মোকামভিত্তিক দামও বেড়েছে প্রায় ৪০০ টাকা প্রতি মণ।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য অনুযায়ী, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
ডিমের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। এক মাস আগে যেসব ডিম ১২০ টাকায় বিক্রি হতো, এখন তা ১৩৫ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাইকারি দামে ১০০ লাল ডিম কিনতে খরচ পড়ছে ১০৪০ টাকা, যেখানে আগে তা ছিল ৮৫০-৯১০ টাকার মধ্যে। সাদা ডিম কিছুটা সস্তা হলেও লাল ডিমের চাহিদা বেশি থাকায় দাম বাড়তি।
এই আকস্মিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।