হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান, জানালেন কারণ
মোঃ সিয়াম হোসেন (প্রীতম), কুমিল্লা প্রতিনিধি
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান হঠাৎ করেই ঘোষণা দিয়েছেন—আর কনসার্ট করবেন না, ধীরে ধীরে গুটিয়ে নেবেন তার সংগীতজীবনও। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত সর্বশেষ কনসার্টে তিনি ভক্তদের উদ্দেশে এ ঘোষণা দেন।
স্টেজে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তাহসান বলেন,
“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে—এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?"
তিনি আরও জানান, ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন। এ ঘোষণার পর উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের প্রিয় তারকার কাছ থেকে এমন বিদায়ী ঘোষণা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলো ছড়িয়েছেন তাহসান। ভিন্নধর্মী কণ্ঠ, সুর ও গানের কথায় তিনি দ্রুতই তরুণদের আইকনে পরিণত হন। শুধু সংগীত নয়, ছোটপর্দা ও চলচ্চিত্রেও সমান জনপ্রিয় তিনি।
তবে এখন সময় পরিবারকে দেওয়ার কথাই ভেবেছেন এই তারকা। ভক্তদের উদ্দেশে তাহসান অনুরোধ করে বলেন,
“বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে কবুল করেন।”
তার এই ঘোষণায় ভক্তরা দুঃখ পেলেও, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—তাহসানের সিদ্ধান্তকে তারা সম্মান করেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।