
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর, ২৮ জানুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয়—হক সবসময় বিজয়ী হয়, আর নাহক পরাজিত। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কিছু নয়। আমরা দৃঢ় মনোবল নিয়ে ময়দানে আছি। প্রয়োজনে রক্ত ও জীবন দিয়ে হলেও হকের পথে বিজয় অর্জন করব, ইনশাআল্লাহ।”
বুধবার বিকেলে সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে ‘একতাবদ্ধ ছাত্রসমাজ’ আয়োজিত প্রচারণা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে রিকশা প্রতীকের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সালথা বাইপাস সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
যুব সমাজের উদ্দেশ্যে আল্লামা শাহ আকরাম আলী বলেন, “দেশ ও ইসলামের এই ক্রান্তিলগ্নে তরুণদের দায়িত্ব আরও বেড়ে গেছে। প্রতিকূলতা অতিক্রম করে হকের ঝাণ্ডা সমুন্নত রাখাই এখন সময়ের দাবি।”
নাসিরুদ্দিন খানের সভাপতিত্বে এবং হাফেজ আবু মোছার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আকরাম আলীর জ্যেষ্ঠ পুত্র মুফতি ইমরান হুসাইন, জেলা ছাত্র মজলিসের সভাপতি হাফেজ সামচুল হক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদসহ জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে রিকশা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সমর্থন কামনা করেন।