
মোঃ বিল্লাল হোসেন
ক্রাইম রিপোর্টার।
আমার সকাল
জয়পুরহাটে আক্কেল পুরে মাত্র 4 বছরের শিশু রাতে খুধায় সৎ মাকে ভাত খাবে বলেছে,সেই নিষ্ঠুর মা শিশুটিকে ভাত দেয়নি,ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায় ছেলেটি।
সকালে উঠে ভাত খাবে বলে মায়ের পিছে ঘুরছিল কিন্ত উনি রেগে রান্না রুম থেকে বঠি দিয়ে নিষ্পাপ বাচ্চার উপর চালায়।
পাশেই প্রতিবেশীরা সন্দেহ করায় রুমের ঠুকে দেখে সৎ মা ছেলেটিকে মেরে, বাথরুমে লুকিয়ে রেখেছে।
প্রতিবেশীরা গিয়ে দেখে শিশুটি আর আমাদের মাঝে নেই পুলিশ আসায় সবটা স্বীকার করে নেন সৎ মা।
মায়ের আদরে জীবন উপভোগ করার কথা,
সেই বয়সে ভাত জন্য কোন মা এই ভাবে মেরে ফেলতে পারে।
মানুষ বিশ্বাস করতে পারছে না, কি ভাবে পারলো এমন নিষ্ঠুর কাজ করতে। এসব দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।