
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি উদ্ভাবিত হয়েছে এমন একটি স্মার্ট প্যান্ট, যার চেইন খোলার সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন চলে যায় সরাসরি নির্ধারিত ফোনে।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে গাই ডুপন্ট নামের একজন ব্যক্তি সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে, প্যান্টের চেইন খুলতেই হাতে থাকা মোবাইলে আসে সতর্কবার্তা। ভিডিওটির ক্যাপশনে গাই জানিয়েছেন, এটি তিনি বানিয়েছেন নিজের এক বন্ধুর জন্য মজার ছলে।
অনেকে এই উদ্ভাবনাকে ‘টেকনোলজির জাদু’ হিসেবে প্রশংসা করছেন, আবার অনেকে মজা করে মন্তব্য করছেন, “এবার আর ফাঁকি নেই ভাই!”