
নিউজ ডেস্ক। আমার সকাল ২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, কিন্তু তাদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও জানান, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে এসে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন। দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। স্থায়ী কমিটির সদস্যরা জামায়াতকে একাত্তরে স্বাধীনতাবিরোধী উল্লেখ করে তার বর্তমান কার্যকলাপও অব্যাহত থাকার দাবি করেন। মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে আশা করা যায়।