
মুনসুর হেলাল, স্টাফ রিপোর্টার
শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে আজ (২১ ডিসেম্বর, ২০২৫) সিসিআরবি প্রকল্পের আয়োজনে ‘স্থানীয় অভিযোজন উন্নয়ন পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় ২ নং ও ৪ নং ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তারা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সামনে স্থানীয় অভিযোজন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন ও মূল্যায়ন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং যুব কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে সিসিডিবি ও ফ্রেন্ডশিপ।