আক্তারুজ্জামান ( আক্তার)
বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া স্কুল এন্ড কলেজে সোমবার দুপুরে দেশীয় অস্ত্র হাঁসুয়া নিয়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে হুমকির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে হেফাজতে নিয়ে আসে।
পুলিশ জানায়, এদিন দুপুরে ফাহিম (১৬) নামের এক যুবক হাঁসুয়া নিয়ে কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে তিনি অধ্যক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। বিষয়টি তখন অফিস সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলম লক্ষ্য করেন এবং অস্ত্রটি দেখেই চিৎকার করে দেন। এতে শিক্ষ staff, শিক্ষার্থীরা দ্রুত এসে যুবকটিকে আটক করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
আটককৃত যুবক ফাহিম হোসেন (১৬) দক্ষিণ বহলা গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক মোস্তফা কামাল জানান, গত রোববার ফাহিম ফোন করে তার সন্তানকে অষ্টম শ্রেণীতে ভর্তি করাতে চেয়েছিল। তাকে প্রয়োজনীয় কাগজপত্রের কথা বললে সে আসেন এবং স্কুলের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। সোমবার দুপুরে আবারও তিনি অস্ত্র নিয়ে কলেজে প্রবেশ করেন। পরে চিৎকারে তাকে আটক করা হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, ঘটনাস্থল থেকে হাঁসুয়া নিয়ে ১ জনকে আটক করা হয়েছে। তবে লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকরা আতঙ্কিত, তারা নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি না হয়।