এম এ এইচ ইবনে জালাল, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলে শেখের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তাঁর ফেসবুক বার্তায় জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী রিয়াদে নিজ বাসভবনে গ্র্যান্ড মুফতি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন সৌদি আরবের প্রধান মুফতির দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ডা. শফিকুর রহমান দোয়া করে বলেন, “মহান আল্লাহ যেন তাঁর খেদমত কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।” পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী এবং মুসলিম উম্মাহকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।