
নিউজ ডেক্স, আমার সকাল২৪
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানা গেছে, ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অঞ্চলে চলা অভিযান শেষে মোট ১৯,৫৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১২,৫০৬ জন আবাসন আইন লঙ্ঘনের, ৪,১৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের, এবং ২,৯১৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
দেশজুড়ে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।