
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বছর বয়সী শিশু আবু সাঈদকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অভিযানে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
২৭ অক্টোবর রাত ২:৪০ মিনিটে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী নাজিম উদ্দিনকে পূর্ব শত্রুতার জেরে জবাই করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।
এসআই কামাল উদ্দিনের তত্ত্বাবধানে নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।