
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ দুলা মিয়া (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার সকাল ১১টায় বুধরাইল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিন সক্রিয় ছিলেন মরহুম সৈয়দ দুলা মিয়া। এলাকায় তিনি একজন সৎ, ভদ্র ও জনদরদি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে স্থানীয় রাজনীতি ও সমাজএকজন নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।