 
																
								
                                    
									
                                 
							
														
কামরুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি:
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীর সঙ্গে এক জেএসসি পরীক্ষার্থীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রী এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
সেন্টমার্টিন বিএন ইসলামিক হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল ভৌমিক জানান, কুনাপাড়ার মৃত মো. আবদুল্লাহ ও আমিনা খাতুনের মেয়ে আনোয়ারা আক্তার (১৪) প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির ছাত্রী ও এবারের জেএসসি পরীক্ষার্থী ছিলেন।
সম্প্রতি আনোয়ারা স্কুলে অনুপস্থিত থাকায় খোঁজ নিয়ে জানা যায়, সেন্টমার্টিন পশ্চিমপাড়ার মুখতার আহমদের ছেলে জয়নাল আবেদীন (১৯), যিনি সেন্টমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী হিসেবে কর্মরত, তিনি আনোয়ারাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।
গত ৩০ অক্টোবর দ্বীপের অন্যান্য পরীক্ষার্থীরা টেকনাফে গিয়ে পরীক্ষায় অংশ নিলেও আনোয়ারা পরীক্ষায় উপস্থিত হননি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ নুর আহমদ বলেন, “বিষয়টি জানার পর মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অন্তত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে চেষ্টা চলছে।”
উল্লেখ্য, সেন্টমার্টিন বিএন ইসলামিক হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী সংখ্যা ৫৮ জন। এর মধ্যে ৫৪ জন পরীক্ষায় অংশ নিলেও ৪ জন পরীক্ষার্থী—দুইজন ছাত্রী ও দুইজন ছাত্র—উপস্থিত হননি। অনুপস্থিতদের মধ্যে আনোয়ারা আক্তারও রয়েছেন।