
কক্সবাজার – কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে চলাচলকারী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ক্রু নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নোঙর করা অবস্থায় জাহাজে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। নৌবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আগুনে দগ্ধ হয়ে নিহত ক্রুর নাম নুর কামাল। তিনি জাহাজের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। স্কোয়াব-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, নুর কামাল ওই জাহাজের একজন ক্রু ছিলেন।
জাহাজে আগুন লাগার কারণ জানতে জেলা প্রশাসক মো. আ. মান্নান ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। একই সঙ্গে বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুনের সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না। ক্ষতিগ্রস্ত জাহাজের কারণে পূর্বনির্ধারিত পর্যটকদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।