
সেতাবগঞ্জ (স্টাফ রিপোর্টার: মিজানুর রহমান):
আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সেতাবগঞ্জের দুধহাটিতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-দারিপাল্লা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী এ, কে, এম আফজালুল আনাম।
জনসভায় তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে দেশের চেহারা আগামী ২ বছরের মধ্যে পালটে যাবে, ইনশাআল্লাহ। আমাদের দেশের টাকা পাচার না হলে দেশের চেহারা অনেক আগেই পাল্টে যেত। বাংলাদেশ জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ হবে। এসব বন্ধ হলে দেশের মানুষ শান্তিতে থাকবে এবং দেশের চেহারা সত্যিই বদলে যাবে।”
তিনি আরও বলেন, “তাই আগামী ১২ ফেব্রুয়ারি দারিপাল্লা মার্কায় আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন।”
এ নির্বাচনী জনসভায় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।