
সেতাবগঞ্জে যাত্রাবিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস অবরোধ
মো. আরফান আলী
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছেন এলাকাবাসী। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত হবে) তারা মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেন।
বক্তারা বলেন, বোচাগঞ্জ ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সেতাবগঞ্জ চিনিকল, অর্ধশতাধিক অটো রাইস মিলসহ গরু, ছাগল ও ধান-চাল কেনাবেচার বিশাল হাট রয়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রাবিরতি নেই। এতে বোচাগঞ্জ ছাড়াও কাহারোল, বিরল ও পীরগঞ্জের যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
তারা অবিলম্বে ট্রেনটির সেতাবগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির দাবি জানান। এ দাবির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেল উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত যাত্রাবিরতি নিশ্চিত না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।