
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ সাবেক নারী পাইলট রিয়ানা আবজাল (২৮)-এর লাশ তিন দিন পর উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
গত শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণের সময় পশুর নদীর ঢাংমারি খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ জন পর্যটক নিয়ে একটি ছোট কাঠের জালিবোট সুন্দরবনের ভেতরে প্রবেশ করছিল। এ সময় নদীর মোহনায় একটি দ্রুতগামী বোটের সৃষ্ট প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
সাথে থাকা নৌকাগুলোর সহায়তায় ১৩ জন পর্যটককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও, সাবেক পাইলট রিয়ানা আবজাল নিখোঁজ হন।
এরপর কোস্টগার্ড, বন বিভাগ ও স্থানীয়রা টানা তিন দিন তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে তার লাশ উদ্ধার করে।
রিয়ানা আবজাল ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তিনি তার বাবা আবুল কালাম আজাদ (বিমানবাহিনীর সাবেক প্রকৌশলী) ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে, এবং পরিবার ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন।
উদ্ধারকৃত মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্ত