![]()
মুনসুর হেলাল (স্টাফ রিপোর্টার)
সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।
রোববার (৩০ নভেম্বর) ভোর রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের হলদিবুনিয়া অভয়ারণ্য এলাকার গারানাল নদী থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিগাছি এলাকার গোলাম রব্বানী ববরকদার ছেলে রফিকুল ইসলাম (৪২), একই এলাকার আব্দুল কাদের গাইনের ছেলে আজগার আলী (৩৮), মেহের আলী গাজীর ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৪), শ্যামনগর পৌরসভার চিচিঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে নূর ইসলাম (৪৭), কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের মৃত বয়র গাজীর ছেলে আব্দুস সালাম (৫৫), একই ইউনিয়নের সাভেরখালী গ্রামের মৃত মনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬), মৃত রুহুল্লাহ সরদারের ছেলে জলিল সরদার (৪৮) এবং মৃত ফরমান সরদারের ছেলে মনতোজ আলী সরদার (৭০)।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিশেষ টহল টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আট জেলেকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি নৌকা, মাছ ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।