
শাহ্ ফুজায়েল আহমদ নির্বাহী সম্পাদকঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে এবি পার্টির নেতাকর্মীরা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, সৈয়দ তালহা আলমের নেতৃত্বে এবি পার্টি জনবান্ধব রাজনীতি ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আসনে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আনতে প্রস্তুত।