
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন:
বিএনপি মনোনীত প্রার্থী: যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ
জামায়াত ইসলামীর প্রার্থী: অ্যাডভোকেট ইয়াসীন খান
খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য: অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী
খেলাফত মজলিসের দলীয় প্রার্থী: শেখ মুসতাক আহমদ
স্বতন্ত্র প্রার্থী: ব্যারিষ্টার আনোয়ার হোসেন
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাইকালে ৪ জনের মনোনয়ন বাতিল এবং ৫ জনের বৈধ ঘোষণা করা হয়।