
আল হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে কারা নির্যাতিত, সাবেক সাংসদ ও জনপ্রিয় আলেম হযরত মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেটকে রিকশা প্রতীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর হযরত মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দেশের মানুষের উচিত ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা। বাংলাদেশের ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ইতোমধ্যে ১০ দলীয় নির্বাচনী ঐক্য গড়ে তুলেছে। আগামীর বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম ও মাদকমুক্ত দেশ গড়তে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এই অঞ্চলে শাহীনুর পাশা চৌধুরীর বিকল্প নেই। রিকশা প্রতীকে তাকে বিজয়ী করতে হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর উপজেলার স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, “শাহীনুর পাশা চৌধুরী একজন বিজ্ঞ আলেম, আইনজীবী ও রাজনীতিবিদ। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান রয়েছে। ফ্যাসিবাদের রোষানলে পড়ে তিনি মিথ্যা মামলায় কারা নির্যাতিত হয়েছেন। তাই সুনামগঞ্জের উন্নয়নে রিকশা প্রতীকে তার বিকল্প নেই।”
১২ ফেব্রুয়ারি ভোটে রিকশা প্রতীকে সমর্থন জানিয়ে আবারও সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এবং জগন্নাথপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
সাবেক এমপি ও রিকশা প্রতীকের প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে বক্তারা সুনামগঞ্জ-৩ আসনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও ইসলামের পক্ষে রাজনীতির ধারক সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিজয়ের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।