
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক, সুনামগঞ্জের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে—আসনে অংশগ্রহণে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঝুলানো ব্যানার, পোস্টার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, আলোকসজ্জা সহ সব ধরনের প্রচারণামূলক সামগ্রী নিজ উদ্যোগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
জেলা প্রশাসন আরও জানায়—নির্ধারিত সময়ে এসব সামগ্রী অপসারণ না হলে তা “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫” এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আচরণবিধি কার্যকর করতে মোবাইল কোর্টসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সকল পক্ষকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।