শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক আমার সকাল ২৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-০৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীক পেতে অন্তত ৭ জন মনোনয়নপ্রত্যাশী বর্তমানে মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন। দুই উপজেলা মিলিয়ে গঠিত এই আসনে হাট-বাজার, গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে স্থানীয় জনসমাগমস্থলগুলো এখন নির্বাচনী আলোচনায় মুখর।
সমর্থকদের সঙ্গে নিয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজস্ব উদ্যোগে এলাকায় গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও প্রভাব বিস্তারে ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকান, বাজারের আড্ডা, গ্রামীণ পয়েন্টগুলোতে চলছে কে এগিয়ে, কার ভোট ব্যাংক কোথায়—এমন বিশ্লেষণ ও বিতর্ক।
১️⃣ আলহাজ্ব এম এ মালেক খান
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র রাজনীতিবিদ
সিলেট জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক (১৯৭৮)
সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি
বর্তমানে কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি
২০০১ ও ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত ছিলেন
২️⃣ ব্যারিস্টার আনোয়ার হোসেন
জয়কলস, শান্তিগঞ্জের বাসিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা
ছাত্রদল থেকে রাজনীতির শুরু, বিএনপি আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা সভাপতি
২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন
৩️⃣ নাদের আহমদ
সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি
১৯৮৩ সাল থেকে ছাত্রদল হয়ে রাজনীতিতে সক্রিয়
একসময় এমপি হুইপ ফজলুল হক আসপিয়ার এপিএস ছিলেন
৪️⃣ এম এ সাত্তার
যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান সহ-সভাপতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন
বর্তমানে দুই উপজেলাজুড়ে প্রচারণায় সক্রিয়
৫️⃣ কয়ছর এম আহমেদ
যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক
লন্ডন থেকে দেশে এসে নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় ব্যস্ত
জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা
৬️⃣ এম এ কাহার
যুক্তরাজ্য বিএনপি সুইন্ডন শাখার সাবেক সভাপতি
১৯৭৯ সাল থেকে ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক যাত্রা
মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারণা করছেন
৭️⃣ মেজর (অব.) আশফাক শামী
সাবেক সেনা কর্মকর্তা
জগন্নাথপুরের শাহারপাড়া-সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা
তৃণমূল পর্যায়ে আলোচনায় এসেছেন সামরিক শৃঙ্খলা ও সততার ভাবমূর্তি নিয়ে
এই আসনটি ১৯৯৬ সালে আলোচিত হয় বিএনপির গোলজার আহমদ বিজয়ের মাধ্যমে।
উপনির্বাচনে (২০০৫) আলোচিত নেতা মাওলানা শাহীনুর পাশা চৌধুরী নির্বাচিত হন।
বর্তমানে যুক্তরাজ্য বিএনপি থেকে অন্তত ৪ জন প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন।
গোপন সূত্র বলছে—ব্যারিস্টার আনোয়ার অথবা কয়ছর আহমেদের প্রার্থিতা ঠেকাতে কয়েকজন প্রার্থী জোটবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন।