শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী।
প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মোতালিব খান। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষ তাঁদের প্রাপ্য অধিকার ফিরে পাবে, দেশ হবে সমৃদ্ধশালী। আমি বিগত আওয়ামী লীগ আমলে বারবার কারাবরণ করেছি এবং নির্যাতনের শিকার হয়েছি।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী মাজহারুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ শান্ত, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।